রাজধানীর আরমানিটোলার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। অভিযানকালে ভ্যাট সংক্রান্ত সেবা নিতে যায় টিম।
ওই সময় ঘুষের বিনিময়ে অনৈতিক সুবিধা দিতে চায় এক কর্মকর্তা। যার রেকর্ড টিমের কাছে রয়েছে। এছাড়া অন্যান্য কয়েকজন কর্মকর্তার অসহযোগিতামূলক আচরণের প্রমাণ পায় টিম।