সরকারের কোনো ঘোষণা না থাকলেও হঠাৎ বেড়ে গেছে সয়াবিন তেলের দাম।আজ রাজধানীতে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৭৮ টাকার কমে কিনতে পারেননি ক্রেতারা। অর্থাৎ দু-এক দিনের ব্যবধানে কেজিতে ১৩ টাকা বেশি দিয়ে খোলা সয়াবিন কিনতে হলো ভোক্তাদের। বোতলজাত সয়াবিন তেলও কিনতে হয়েছে লিটার প্রতি অন্তত ৫-১০ টাকা বেশি দাম দিয়ে।
আর ঢাকার বাইরের অবস্থা আরো শোচনীয়। কিছু কিছু দোকানে তেলই ছিল না বলে খবর পাওয়া গেছে। খোলা ও বোতলজাতসহ সব ধরনের সয়াবিন তেলের দাম কেজিতে ২০ টাকা বাড়ানোর বিষয়ে ভোজ্য তেল শোধনকারী ব্যবসায়ীদের প্রস্তাবের খবরে বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে।