পরিসংখ্যান, শক্তিমত্তা বা মাঠের পারফরম্যান্স- সব দিক দিয়ে এগিয়ে থেকেই জিম্বাবুয়ে সফরে যায় বাংলাদেশ দল। তবে এবারের লড়াই কাগজকলমের হিসাবে সীমাবদ্ধ থাকেনি। টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজটিও জিতে নিয়েছে স্বাগতিকরা। আজ বুধবার (১০ আগস্ট) শেষ ম্যাচ জিতে ধবলধোলাই এড়িয়েছে তামিম ইকবালের দল।
সফরকারী অধিনায়ক মনে করছেন, প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ে জন্যই তাদের হার নিয়ে এমন প্রশ্ন উঠছে। জিম্বাবুয়ের পরিবর্তে ভারত বা অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলে এমন প্রশ্ন উঠত না বলে জানান তামিম।