বিরোধীদের হুঁশিয়ার করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বাড়াবাড়ি করলে ‘মা গো’ বলার সময় পাবেন না।
শুক্রবার (১৯ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার ডিআইটি মাঠে শোক দিবসের জনসভায় অংশ নিয়ে এ হুঁশিয়ারী উচ্চারণ করেন তিনি।
এতে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদলসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শামীম ওসমান বলেন, যারা রাস্তা দখলের হুমকি দেয় তাদের বলতে চাই রাজপথ শেখ হাসিনার দখলেই থাকবে। আমাদের শরীরের রক্ত টগবগ করে।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের দায়িত্ব শেষ। তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করে দিয়েছে।