স্পোর্টস ডেস্ক :
এশিয়া কাপের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের এক সপ্তাহ আগেই দুঃসংবাদ পাকিস্তান শিবিরে। দলটির তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি চোটের কারণে ছিটকে গেছেন।
শাহিন শাহ আফ্রিদির ইনজুরির খবর প্রকাশ হতেই ভারতীয় টপঅর্ডার ব্যাটসম্যান নিয়ে টিপ্পনি কেটেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস।
ওয়াকার ইউনুস টুইটারে লেখেন- শাহিন শাহ আফ্রিদির ইনজুরি ভারতের টপঅর্ডার ব্যাটসম্যানদের জন্য বড় স্বস্তি। দুঃখের ব্যাপার যে, আমরা তাকে এবারের এশিয়া কাপে দেখতে পাব না। দ্রুত ফিট হয়ে ওঠো, চ্যাম্পিয়ন!
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে গতি, সুইং আর আগ্রাসনে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছিলেন তরুণ ফাস্ট বোলার শাহিন আফ্রিদি।
সেই ম্যাচে প্রথম ওভারেই ওপেনার রোহিত শর্মাকে এলবিডব্লিউ করেন। আর নিজের দ্বিতীয় ওভারে বোল্ড করেন ভারতীয় তারকা ওপেনার লোকেশ রাহুলকে।
শুরুর সেই ধাক্কা সামলে আর বড় স্কোর গড়তে পারেনি ভারত। আফ্রিদির তৃতীয় শিকার হয়ে ৫৭ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ৩ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ে অবদান রেখে ম্যাচসেরা হন আফ্রিদি।
এবারের এশিয়া কাপেও পাকিস্তানের বড় অস্ত্র ছিল শাহিন আফ্রিদি। কিন্তু চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তিনি।