সিলেটSunday , 21 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জৈন্তাপুরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। ২১ আগষ্ট (রবিবার) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা।

বিক্ষোভ মিছিল শেষে উপজেলার ষ্টোশন বাজারে ত্রিমুখি পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী।

এছাড়াও বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, সিরাজুল ইসলাম, আতাউর রহমান বাবুল, ফারুক আহমদ, মনজুর এলাহী স¤্রাট, মো. সিরাজুল ইসলাম, ইমাম উদ্দিন, কুতুব উদ্দিন, শাহীন আহমদ, আব্দুল মন্নান, আব্দুর রহমান, মো. আনোয়ার হোসেন, মো. জাকারিয়া, মো. সোহেল রানা, মো. কয়ছর আহমদ প্রমুক।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ২১ আগষ্ট সাবেক বিরোধীদলীয় নেত্রী, বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্যেশে বিএনপি জামায়াত সুপরিকল্পিত ভাবে গ্রেনেড হামলা চালায়। সেই গ্রেনেড হামলার প্রতিবাদে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার