সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে শিশু ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (২৫) নামের একজনকে আটক করেছে র্যাব। ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র আসামি সে।
শনিবার (২০ আগস্ট) দিবাগত রাত ১ টার দিকে তাকে আটক করা হয়।
রোববার (২১ আগস্ট) বিকেলে র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, দোয়ারাবাজার থানার শিশু (১৫) ধর্ষণ করে একই থানা এলাকার ফতেহপুর এলাকার বাসিন্দা মো. সাজেদ আলী ওরফে সাজই এর পুত্র জাকির হোসেন (২৫)। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর আমরা জেলার তাহিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করি। পরবর্তীতে দোয়ারাবাজার থানা পুলিশের কাছে ধর্ষক জাকিরকে হস্তান্তর করি।