সিলেটMonday , 22 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

চট্টগ্রামে টিসিবির পণ্য ব্যবসায়ীর গুদামে

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে একটি গুদাম থেকে টিসিবির বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করেছে র‌্যাব, যা খোলা বাজারে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল। শনিবার রাতে চট্টগ্রামের আমিন জুট মিলের ভেতরের একটি গুদাম থেকে টিসিবির পণ্য উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুল আজিজ সুমন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এনায়েতপুর এলাকার সুলতান আহমেদের ছেলে।

গুদামে অভিযান চালিয়ে টিসিবির লোগোযুক্ত ৩৯৮ লিটার সয়াবিন তেল, ২০০ কেজি মসুর ডাল এবং ২৫০ কেজি চিনি জব্দ করেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব সূত্র জানায়, টিসিবির পণ্য মজুত করে রাখা বা খোলাবাজারে বিক্রির নিয়ম নেই। গ্রেফতার ব্যক্তি টিসিবির ডিলারের কাছ থেকে কম দামে এসব পণ্য কিনে মজুত করেছিলেন। প্যাকেট পালটে খোলাবাজারে বিক্রির পরিকল্পনা ছিল তার।

সূত্রটি জানায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ডিলার টিসিবির পণ্য উত্তোলনের পর নির্ধারিত পয়েন্টে সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রি না করে অধিক মুনাফা লাভের আশায় গুদামে মজুদ করছিল। এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে নগরীর আতুরার ডিপো এলাকায় (আমিন জুটমিল এলাকা) অভিযান চালিয়ে আবদুল আজিজ সুমন নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে, ওই এলাকার একটি গোডাউন থেকে টিসিবির লোগোযুক্ত ৩৯৮ লিটার সয়াবিন তেল, ২০০ কেজি মসুর ডাল এবং ২৫০ কেজি চিনি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত সুমন র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন- তিনি বাবু নামের টিসিবির এক ডিলারের মাধ্যমে দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য সংগ্রহ করতেন। পরে সেসব পণ্য মজুত করে টিসিবির লোগো সম্বলিত সয়াবিন তেলের বোতল থেকে খালি বোতলে বোতলজাত করে এবং চিনি ও ডাল সাধারণ প্যাকেটে প্যাজেটজাত করে বিক্রি করে আসছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টিসিবির সয়াবিন তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা এবং চিনি ৫৫ টাকায় ভোক্তাদের মাঝে বিক্রির কথা থাকলেও কিছু অসাধু ডিলার পণ্য উত্তোলনের পর নিজেদের ভাড়া করা গোডাউনে অবৈধভাবে মজুত করছে বলে অভিযোগ রয়েছে। পরে সেই পণ্যগুলো সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রি করছিল। ফলে সাধারণ ভোক্তাদের অনেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও নিত্যপ্রয়োজনীয় পণ্য পান না বলে অভিযোগ রয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে চালান দেওয়া হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার