সিলেটMonday , 22 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

নিয়মিত নামাজ পড়ে পুরস্কার পেল ৩৯ কিশোর

Link Copied!

ধর্ম ডেস্ক:
রাজধানী ঢাকার ওয়ারীতে লারমিনি স্ট্রিটের মাসজিদুন নূরে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার জিতেছে ৩৯ জন কিশোর। মসজিদের দায়িত্বশীলদের একজন হাজি নবীউল্লাহর উদ্যোগে তাদের বাইসাইকেল উপহার দেওয়া হয়।

গত জুলাই মাসে মসজিদ কমিটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ১০ থেকে ১৮ বছর বয়সী যারা টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করবে, তাদের প্রত্যেককে একটি নতুন বাইসাইকেল দেওয়া হবে। ঘোষণার পর প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার ৫৪ জন শিশু-কিশোর। তবে শেষ পর্যন্ত ৩৯ জন বিজয়ী হয়।

মসজিদের খতিব বলেন, তুরস্কসহ বিভিন্ন মুসলিম দেশে ক্ষুদে মুসল্লি তৈরির এমন উদ্যোগ নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় শিশুদের নামাজি হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়।

প্রতিযোগীতায় অংশ নেওয়া অনেকেই ছিলো স্কুল শিক্ষার্থী। স্কুল খোলা থাকায় সবার পক্ষে প্রতিদিন পাঁচ ওয়াক্তে মসজিদে এসে জামাতে অংশ নেওয়া সম্ভব হতো না। তাই এই শিক্ষার্থীদের সুবিধার্থে নিয়ম করা হয়েছিল, তারা স্কুলে নামাজ পড়বে এবং ডায়েরিতে নামাজ আদায়ের বিষয়ে শিক্ষকের কাছ থেকে সাক্ষর এনে দেখাবে।

জানা গেছে, ঈদও জুমা ছাড়া নামাজ আদায় করেন না- এমন এক শিশুর বাবা নিয়মিত জামাতে নামাজ আদায় করেছেন প্রতিযোগীতায় অংশ নেওয়া তার সন্তানের আবদারের কারণে।

মসজিদের খতিব ও রাজধানীর ঢালকানগর মাদরাসার শিক্ষাসচিব মাওলানা হাবিবুল্লাহ মেসবাহ ঢাকাপোস্টকে বলেন, ক্ষুদে মুসল্লি তৈরি করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, বিভিন্ন টেলিভিশনে ক্ষুদে সংগীত শিল্পী খোঁজা হয়, তেমনি ক্ষুদে নামাজি অনুসন্ধান ও তৈরির চেষ্টায় এই শিশুদের পুরস্কৃত করা হয়।

রমজানে ওমরা করতে করতে গিয়ে মসজিদের দায়িত্বশীল হাজি নবীউল্লাহ এই উদ্যোগের কথা জানালে মসজিদের খতিব তা সমর্থন করেন। পরে ঘোষণা দেওয়া হলে এতে ব্যাপক সাড়া পড়ে।

তিনি বলেন, তুরস্কসহ বিভিন্ন মুসলিম দেশে ক্ষুদে মুসল্লি তৈরির এমন উদ্যোগ নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় শিশুদের নামাজি হিসেবে গড়ে তুলতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার