কন্ঠ ডেস্ক:
চোরের ওপর বাটপারির কথা তো অনেক শুনেছেন। কিন্তু খোদ পুলিশের ওপর বাটপারির কথা নিশ্চয়ই শোনেননি। পুলিশের ওপর বাটপারি নয়, রীতিমতো পুলিশের গাড়ি চুরি করেছেন দুই যুবক। ভারতের চেন্নাইয়ে এই ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর জন্য পুলিশের গাড়ি চুরি করেছিলেন এম সঞ্জয় এবং ডি বিঘ্নেশ।
তাদের বানানো ভিডিও ভাইরাল হতেই টনক নড়ে পুলিশের। তদন্তে নেমে ওই দুই যুবককে গ্রেফতার করে তারা।
জানা গেছে, সঞ্জয় এবং বিঘ্নেশ কয়েক জন সঙ্গীকে নিয়ে একটি গ্যাংওয়ারের দৃশ্য ভিডিও করতে চেয়েছিলেন। সেই দৃশ্যে পুলিশের গাড়ির প্রয়োজন ছিল। মাঠের সামনে পুলিশের একটি টহলগাড়ি দাঁড় করানো ছিল।
তাদের দাবি, সেই গাড়িটি পুলিশের অগোচরেই ব্যবহার করেন। দক্ষিণ ভারতের ছবিতে যেভাবে গ্যাংওয়ারের দৃশ্য দেখানো হয়, ঠিক একই ভাবে ভিডিও করেন সঞ্জয়রা। পুলিশ ঘুণাক্ষরেও কিছু টের পায়নি। কিন্তু গোল বাঁধে ভিডিওটা ভাইরাল হয়ে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার