সিলেটMonday , 22 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

শিক্ষা কর্মকর্তাকে বোকা বানিয়ে প্রতারণা, ৩ ভুয়া প্রোগ্রামার আটক

Link Copied!


কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বোকা বানিয়ে প্রতারণার দায়ে বিটিভির ৩ ভুয়া প্রোগ্রামারকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। রোববার (২১ আগস্ট) দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার নবীয়াবাদ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আটককৃত প্রতারকরা হলেন- মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার হাজীগাঁও গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শেখ নাদিম হোসেন নিলয় (২৫), ঢাকার গোপীভাগ এলাকার মৃত আকবর হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৭), ঢাকার ডেমরা থানার কোনাবাড়ী এলাকার মো. সেলিমের ছেলে সাজিদ হোসেন সাজু (২২)।

রোববার সন্ধ্যায় দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, আটককৃত ৩ প্রতারক বিটিভির প্রোগ্রামার পরিচয় দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিটিভিতে প্রোগ্রাম করার কথা বলে চিঠি দিত। চিঠিতে তারা উল্লেখ করতেন, বাংলাদেশের উন্নয়নের রোল মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক ফুটেজসহ বিভিন্ন কর্মকাণ্ড ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ নামক প্রামাণ্য চিত্র জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়ে আসছে। তাতে উপজেলার বিভিন্ন হাইস্কুল থেকে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এর ব্যাপ্তি হবে ২৫ মিনিট। পরে সংশ্লিষ্ট সবার সাক্ষাৎকার গ্রহণ করে মোটা অংকের টাকা হাতিয়ে নিত চক্রটি।

রোববার দুপুরে দেবিদ্বার উপজেলার নবীয়াবাদ উচ্চ বিদ্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ করতে গেলে বিটিভির কুমিল্লা জেলার ক্যামেরাপার্সন ফয়সাল আহমেদকে খবর দিলে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে অফিসে কথা বলে জানতে পারেন তারা বিটিভির কেউ না। পরে তাদের আটক করে নবীয়াবাদ উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে বসিয়ে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বিটিভির ক্যামেরাপার্সন ফয়সাল আহমেদ বাদী হয়ে দেবিদ্বার থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন।

ওসি জানান, আটককৃত প্রতারকরা পুলিশের হেফাজতে আছেন। সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।