সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার (১৯ আগষ্ট) এক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়।সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডভোকেট সালমা সুলতানা, কাউন্সিলর ১নং ওয়ার্ড সিলেট সিটি করপোরেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সুমনা ইসলাম চৌধুরী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট, রোটারিয়ান কৌশিক চৌধুরী, সহ-সভাপতি রোটারী জেলা ৩২৮২ ও প্রতিষ্ঠাতা রোটারেক্ট ক্লাব সিলেট অরেঞ্জ সিটির মোহাম্মদ আব্দুল কাদির, সহ. শিক্ষক ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে এএলটি, বাংলাদেশ স্কাউটস, সিলেট, গ্রুপ স্কাউটস লিডার, সম্পাদক সিলেট ওপেন গ্রুপ স্কাউটস মহিউদ্দীন মুমিনের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান সমন্বয়ক ও স্কাউট লিডার সিলেট ওপেন গ্রুপ স্কাউটস আরিফ আহমদ আসিফ।
অনুষ্ঠানের রুতেই পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সংগীত গাওয়া হয়। তারপর প্রতিযোগিরা হল রুমে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে অতিথিবৃন্দ হলরুম পরিদর্শন করেন।প্রধান বিচারকের দায়িত্বে ছিলেন মাহবুবুর রহমান ও সদস্যবৃন্দ নাইম, পপি, নোহা, সালেহ, কাওসার। তারপর রেজাল্ট তৈরির কাজ চলতে থাকলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে গেম এবং ফান পরিচালনা করে রোভার ও স্কাউটস সদস্যরা। রেজাল্ট তৈরি হলে অতিথিদের নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী পর্ব শুরু হয়।
এসময় অতিথিরা দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন ও বঙ্গবন্ধু ও তার পরিবারের মাগফেরাত কামনা করা হয়। সবশেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিয়ে প্রোগ্রাম সভাপতি সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষনা করেন।