সিলেটMonday , 22 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

৩ দফা দাবিতে কাল রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ

Link Copied!

খুলনা প্রতিনিধি:
তিন দফা দাবির প্রেক্ষিতে খুলনার পদ্মা, মেঘনা এবং যমুনার ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকবে সোমবার। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টা তেল উত্তোলন বন্ধ করে প্রতীকী ধর্মঘট পালন করা হবে। পাশাপাশি রংপুর ও রাজশাহী বিভাগেরও সকল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম, ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ও নার্স এসোসিয়েশন এই প্রতীকী ধর্মঘটের আয়োজক।

জানা যায়, পেট্রোল পাম্প মালিক সমিতির দাবি না মানায় পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের সব ডিপো থেকে ১২ ঘন্টা তেল উত্তোলন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।

দাবিগুলো হলো বর্তমান জ্বলানী তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে আনুপাতিকহারে জ্বলানী তেল বিক্রয় কমিশন বৃদ্ধি করতে হবে, অয়েল ডিপো হতে ৪০ কিলোমিটারের বাইরে ট্যাংক লরী ভাড়া বৃদ্ধি করতে হবে এবং পেট্রোল পাম্পের ওপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্সপ্রথা বাতিল করতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার