সিলেটTuesday , 23 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

গ্রিল কেটে সাবেক অতিরিক্ত আইজিপির বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি

Link Copied!

কন্ঠ ডেস্ক:
রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকায় পুলিশের সাবেক অতিরিক্ত আইজি খন্দকার মোজাম্মেল হকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে তার ইস্কাটন গার্ডেন এলাকার ইস্টার্ন হাউজিংয়ের বাসায় এ ঘটনা ঘটে।

খন্দকার মোজাম্মেল হকের স্ত্রী মিতালী হোসেন টেলিফোনে জানান, সোমবার রাতের কোনো একটি সময় তাদের বাসায় চোর প্রবেশ করে। সকালে ঘুম থেকে উঠে তারা বাসার জানালা কাটা দেখতে পান। দুস্কৃতকারীরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে একটি লকার নিয়ে যায়। ওই লকারটিতে ৪০-৪৫ ভরি স্বর্ণের গহনা ও ৪০০ সিঙ্গাপুরের ডলার ছিল।

মিতালী হোসেন বলেন, ঘটনার খবর জানানোর পর সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ ও স্থানীয় পুলিশ বাসায় এসেছেন। তারা আলামত সংগ্রহ করছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম মঙ্গলবার দুপুরে চুরির তথ্য নিশ্চিত করেছেন। তিনি টেলিফোনে বলেন, পাইপ দিয়ে উঠে ওই বাসার জানালা কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে কিছু স্বর্ণ নিয়ে যায়। ঘটনাস্থলে সিআইডিসহ পুলিশের একটি টিম কাজ করছে।