সিলেটTuesday , 23 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বরগুনায় ছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল

Link Copied!

বরগুনা প্রতিনিধি:
বরগুনার তালতলীতে সহপাঠীদের সঙ্গে দুষ্টুমি করায় এক স্কুলছাত্রকে বেধড়ক পিটিয়েছেন কোচিং শিক্ষক। এর প্রায় দেড় মাস পর আজ (২৩ আগস্ট) ওই ছাত্রকে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম ছগীর হোসেন, উপজেলার লাউপাড়া বাজারের সাকসেস কোচিং সেন্টারের শিক্ষক তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, তালতলীর লাউপাড়া বাজারে সাকসেস কোচিং সেন্টার নামে একটি কোচিং খোলেন ছগির হোসেন নামে এক স্থানীয়। সেখানে ওই এলাকার লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়ান তিনি। এই কোচিং সেন্টারে আর কোনো শিক্ষক না থাকায় ছগির হোসেন একাই এখানে শিক্ষকতা করেন।

এই কোচিং সেন্টারে জুলাই মাসের প্রথম দিকে সহপাঠিদের সঙ্গে দুষ্টুমির অভিযোগে সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্র বেধড়ক পিটিয়েছেন শিক্ষক ছগীর। এরপর আজ (২৩ আগস্ট) মারধরের ১মিনিট ৩১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়। এরপর থেকে সচেতন মহলে সমালোচনার ঝড় ওঠে।

ভুক্তভোগী ওই স্কুলছাত্র বলেন, প্রায় দেড় মাস আগে আমার এক বন্ধুর সঙ্গে দুষ্টুমি করি। দুষ্টুমি করার পরে ছগির স্যারের ভয়ে আমি তিন দিন কোচিং সেন্টারে যায়নি। তার পরে প্রাইভেটের বড় ভাইদের দিয়ে আমাকে ধরে নিয়ে একটি রুমে আটকানো হয়। এরপর ছগির স্যার ১০টি বেত নিয়ে আসেন। প্রায় আধাঘণ্টা ধরে আমাকে পেটাতে থাকেন। আমি স্যারের হাতে-পায়ে ধরলেও আমাকে পেটাতে থাকেন তিনি। এই আধাঘণ্টায় পিটিয়ে ৭টি বেত ভেঙে ফেলেছেন তিনি।

স্কুলছাত্র আরও বলেন, বেধড়ক মারধর করায় আমি অজ্ঞান হয়ে পড়লে ছেড়ে দেন ও একটি রুমে আটকে রাখেন। জ্ঞান ফিরলে আমাকে আবারও মারধরের ভয় দেখানো হয় যাতে এই বিষয়টি কাউকে না বলি। পরে স্থানীয় ফার্মেসি থেকে আমাকে ঔষধ কিনে দেওয়া হয়। আমি স্যারের ভয়ে এতদিন মুখ খুলিনি, তারপর দেখি একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এ বিষয়ে সাকসেস কোচিং সেন্টারের মালিক ও শিক্ষক ছগির হোসেন বলেন, ওই ছাত্র দুষ্টুমি করার পরে আমি বেত দিয়ে ৪০টি পিটুনি দিয়েছি। সেটা কে যেন ভিডিও করেছে তা আমি দেখিনি। ভাই এ বিষয়ে আপনাদের নিউজ করার কোনো দরকার নেই। আপনাদের সঙ্গে এসে দেখা করব আমি।

লাউপড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী বলেন, ওই কোচিং সেন্টারে আমার এই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রকে নির্মমভাবে পেটানো হয়েছে। ভিডিওতে যেভাবে দেখেছি তাতে গরুকেও মানুষ এভাবে পেটায় না। আমরা স্কুল কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী ব্যবস্থা নিব।

এ ব্যাপারে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সাদিক তানভীর বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি দেখেছি, এটি খুবই দুঃখজনক ও অমানবিক। এটি ফৌজদারি অপরাধের ভেতরে পড়ে। অভিযুক্ত সগীরের বিষয়ে খোঁজখবর নিয়েছি, তিনি বর্তমানে পলাতক আছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার