স্টাফ রিপোর্টার:
মন্ত্রিসভায় সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. মোমেন।
মন্ত্রিপরিষদের বৈঠকে গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২২ এর খসড়া উপস্থাপন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বলেন, আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেট অত্যন্ত সুন্দর একটি শহর। সিলেটে এর আগে অনেক পুকুর ও জলাশয় ছিল। কিন্তু সম্প্রতি জলাশয়, পুকুর ভরাট করে পরিকল্পনাহীনভাবে যত্রতত্র ঘর-বাড়ি ও বিল্ডিং তৈরির ফলে যানজট, জলাবদ্ধতা সৃষ্টিসহ সিলেটের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২২ পাস হলে সিলেটকে পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে অবহিত করেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার