সিলেটWednesday , 24 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. ব্রেকিং নিউজ
  13. মতামত
  14. মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু
  15. রাজনীতি

প্রযুক্তির সহায়তায় ৬ ওয়রেন্ট ভূক্ত আন্ত: জেলা চোর চক্রের সদস্য আটক

Link Copied!

জৈন্তাপুর প্রতিনিধি:
তথ্য প্রযুক্তির সহায়তায় ৬টি মামলার ওয়ারোন্ট ভূক্ত আন্ত: জেলা চোর চক্রের সক্রিয় সদস্য পুলিশের হাতে আটক ৷

জৈন্তাপুর মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় চুরিসহ বিভিন্ন মামলায় ৬টি ওয়ারেন্ট প্রাপ্ত আন্ত: জেলা সিধেল চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করে ৷ বিগত ২০ দিন যাবত জৈন্তাপুর মডেল থানা পুলিশ বিভিন্ন মামলায় ৬টি ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করতে বিভিন্ন কৌশলে অভিযান পরিচালনা করে ৷ কিন্তু কৌশলী আন্ত : জেলা সিধেল চোর চক্রের সক্রিয় সদস্যকে কোন ভাবে আটক করা সম্ভব হচ্ছিলা না ৷ কিন্তু এত কিছুর পরেও পুলিশ অভিযান অব্যহত রাখে ৷

মঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টায় তথ্য প্রযুক্তির সহায়তায় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ এর নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও মুহিবুর রহমানের নেতৃত্বে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিলেট শহরের আম্বরখানা এলাকায় অভিযান পরিচালনা করে আন্ত: জেলা সিধেল চোর চক্রের সদস্য জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউপির নয়াখেল পূর্ব বালিদাঁড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে নুর উদ্দিন (২৬) আটক করা হয় ৷

আটকের সংবাদে এলাকাবাসী দুলাল আহমদ, গগন মিয়া, জমির আলী সহ অনেকেই জানান নুর উদ্দিন এলাকার হাঁস মুরগী গরু মহিষ ছাগল সহ ঘরে বিভিন্ন মামালাল চুরি করা নিত্য দিনের কাজ ৷ এছাড়া বড় বড় সিধেল চুরি গুলো বাহিরের চোরদের সে নিয়ে এসে কাজ করত ৷ তার যন্ত্রনায় চারিকাট ইউনিয়ন সহ উপজেলার মানুষ অতিষ্ট ছিল ৷ চুরির কারনে তার বিরুদ্ধে জৈন্তাপুর সহ অন্যান্য থানায় একাধিক মামলা রয়েছে বলে এলাকাবাসী জানান ৷ তারা আন্ত: জেলা সিধেল চোর নুর উদ্দিনের দৃষ্টন্ত মুলক শাস্তি দাবী করেন ৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, নুর উদ্দিনের বিরুদ্ধে ৬টি ওয়ারেন্ট রয়েছে ৷ তাকে ধরতে আমরা বেশ কয়েকটি অভিযান পরিচালনা করি ৷ পরে তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ কৌশল অবলম্বন করে সিলেট শহর হতে আটক করি ৷ বুধবার (২৪ আগস্ট) সকাল ১১টায় তাকে আদালতে প্রেরণ করা হবে ৷