স্টাফ রিপোর্টার :
বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ গ্রামের কয়েছ আহমদের মেয়ে সাইমা আক্তার তাহছিন, অপহরণের ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা করা হয়েছে।
গত ১৮ আগস্ট সকাল সাইমা আক্তার তাহছিন ইস্কুলে যাওয়ার পথে অপহরণ হয়। এ ঘটনার পর মেয়ের মা হাসিনা আক্তার বাদী হয়ে বিয়ানীবাজার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
এই মামলায় ১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো কয়েক জনকে আসামী করে মামলা করেন । মামলার পর পুলিশ সাইমা আক্তার তাহছিনকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।