তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে আব্দুল হাশিম (৭০) নামে মসজিদের এক মুয়াজ্জিনকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার উওর বড়দল ইউনিয়নের বড়গোপ টিলার নিহতের ছেলে মাসুক মিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলায় এজাহারভুক্ত পাঁচজন ছাড়াও অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে।
পুলিশ ওই মামলায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়গোপ টিলার জামির আলীর স্ত্রী শহর বানুকে গ্রেফতার করেছে।
উপজেলার বড়গোপ টিলায় বুধবার বাদ আসর প্রতিপক্ষের লোকজন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন আব্দুল হাশিমকে (৭০) পিটিয়ে হত্যা করে। মসজিদের টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে প্রতিপক্ষের লোকজনের হাতে লাটিপেটার শিকার হন মুয়াজ্জিনের পুত্রবধূ। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন আব্দুল হাশিমকে পিটিয়ে হত্যা করেন। এ সময় নারী শিশুসহ নিহতের পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, মামলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পলাতক অন্য আসামিদের দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।