রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় ভোজন রায় (৬৩) নামে এক বৃদ্ধকে ১০ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক রোকুনুজ্জামান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি ভোজন রায় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি পীরগাছা উপজেলার পঞ্চানন গ্রামের মৃত সব্বের চন্দ্র বর্মণের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১০ অক্টোবর ৮ বছরের এক কন্যাশিশুকে আসামি ভোজন রায় তার বাড়িতে কৌশলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে বিষয়টি জানাজানি হলে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করলে এ মামলার বিচার কাজ শুরু হয়।
রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিন বছর আগে মামলাটি হয়েছে। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি ভোজন রায়কে ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।