সিলেটThursday , 25 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে ছুরিকাঘাতে এনজিও কর্মকর্তা খুন

Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটের রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে সে বিষয়টি এখনও জানতে পারেনি পুলিশ।

বুধবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে রেল লাইনের পাশ দিয়ে যাওয়া রেলওয়ে স্টেশনের আসার রাস্তায় এ ঘটনা ঘটে।

আনোয়ার হোসেন (৪০) ভোলা জেলার শ্যামপুর থানায় তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি সীমান্তিক সিলেটে চাকরি করেন বলে জানা গেছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন- আনোয়ার হোসেন রাত সোয়া ৮টার দিকে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান- আনোয়ার হোসেন সীমান্তিকের ব্রাম্মণবাড়িয়া অফিসে চাকরি করেন। অফিসিয়াল কাজে তিনি সিলেট এসেছিলেন।