স্টাফ রিপোর্টার:
সিলেটে এনজিও কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তন্মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
আজ শনিবার দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার এমন তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যার পর দক্ষিন সুরমার রেলস্টেশন এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হন মো. আনোয়ার হোসেন (৫১)। তিনি ভোলা জেলার সদর থানার শ্যামপুর গ্রামের মৃত লতিফ শিকদারের ছেলে। সীমান্তিক এর এডমিন এন্ড একাউন্টের সহকারী হিসেবে কর্মরত ছিলেন তিনি। প্রশিক্ষণের কাজে সিলেটে এসেছিলেন তিনি।
এ ঘটনায় তার ভাই বাবুল শিকদার বাদী হয়ে বৃহস্পতিবার অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে মাহফুজুর রহমান বিপ্লব (২০) নামের এক যুবককে। তিনি নগরীর মোমিনখলা এলাকার বাসিন্দা। তাকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
তার দেওয়া তথ্যানুসারে পুলিশ গ্রেফতার করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সটিয়াজুরী গ্রামের মৃত নুর হোসেনের ছেলে সজিব আহমদ সোলেমান (২১) ও সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার লিয়াকতগঞ্জ গ্রামের মোস্তফা আহমদের ছেলে জালাল আহমদকে (১৯)। সোলেমান খোজারখলায় এবং জালাল ভার্থখলা এলাকায় বসবাস করছিলেন।
দক্ষিণ সুরমা থানার ওসি জানান, সোলেমানের কাছ থেকে দুটি চাকু উদ্ধার করা হয়। পরে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার