সিলেটMonday , 29 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জোড়া গোলে বার্সাকে জেতালেও আফসোস লেওয়ানডস্কির (ভিডিও)

Link Copied!

স্পোর্টস ডেস্ক :
স্প্যানিশ লা লিগায় খেলতে এসে শুরুতে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না জার্মান বুন্দেসলিগার গোলমেশিন রবার্ট লেওয়ানডস্কি।

নিজেকে মেলে ধরতে পারছিলেন না। কোচ জাভির মন ভরাতে পারছিলেন না বায়ার্ন মিউনিখের সাবেক এই তারকা।

অবশেষে ছন্দে ফিরলেন এ পোলিশ স্ট্রাইকার। পরপর দুই ম্যাচে জোড়া গোল করে দলকে জেতালেন তিনি। তবে হ্যাটট্রিক বঞ্চিত হওয়ার আফসোসটা থেকেই যাচ্ছে আপাতত লেওয়ানডস্কির।

সেদিন রিয়াল সোসিয়েদাদের জালে জোড়া গোল করেছিলেন লেওয়ানডস্কি, সে ম্যাচে ৪-১ গোলের ব্যবধানে জয় পায় বার্সা।

BarceIona vs VaIIadolid 4-0 – Extеndеd Hіghlіghts & All Gоals 2022 HD

একই ফর্ম দেখালেন রোববার রাতের ম্যাচে। রিয়াল ভায়োদলিদের বিপক্ষেও জোড়া গোল পেলেন লেওয়ানডস্কি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ৪-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। অন্য দুই গোল করেছেন পেদ্রি ও সার্জি রবার্তো।

এরপরও আফসোস হতে পারে লেওয়ানের। দুবার পোস্টে লেগে বল ফিরে না এলে লা লিগায় নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়ে যেতেন তিনি।

ম্যাচের ১২ মিনিটে রাফিনহার ক্রসে মাথা ছোঁয়ান লেওয়ান। দূরের পোস্টে লেগে তা ফিরে আসে। ম্যাচ শেষদিকে লেওয়ানডস্কির একটি ক্ষুরধার শটে গোলরক্ষক পরাস্ত হলেও ক্রসবারে লেগে তা ফিরে আসে।

তবে ম্যাচের ২৪ মিনিটে রাফিনহার ক্রসেই পা ছুঁইয়ে গোলমুখ খুলতে সক্ষম হন লেওয়ানডস্কি। বিরতিতে যাওয়ার আগে বার্সার ব্যবধান বাড়ান তরুণ তারকা পেদ্রি গনজালেজ।

ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে পেনাল্টি স্পটের কাছে পেদ্রিকে বল এগিয়ে দেন দেম্বেলে। প্রথম শটেই ভায়োদলিদের গোলরক্ষককে পরাস্ত করেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি।

২-০ গোলের স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ফিরে ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেওয়ানডস্কি। ডি-বক্সে ছোট্ট ড্রিবলিংয়ের পর অসাধারণ এক ব্যাকহিলে ভায়োদলিদের খেলোয়াড়দের বোকা বানান তিনি।

ম্যাচ শেষ হওয়ার আগে অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভায়োদলিদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন সার্জি রবার্তো।

একহালি পূরণের পর রেফারির শেষ বাঁশিতে মাঠ ছাড়ে বার্সেলোনা। এ জয়ের সুবাদে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে বার্সেলোনা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার