সিলেটMonday , 29 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

Link Copied!

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় ট্রাকের চাপায় বিকাশ চন্দ্র সরকার (৩৮) নামে আর্মড পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। রোববার রাতে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিকাশ চন্দ্র সরকার নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর গ্রামের নিমাই চন্দ্র সরকারের ছেলে। তিনি কক্সবাজারে ১৪তম আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন। তার পরিবার নিয়ে বগুড়া শহরের বাসায় তিনি বসবাস করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি তার পূর্বের কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জে একটি মামলার সাক্ষ্য দিতে গিয়েছিলেন। আদালতে সাক্ষ্য দিয়ে বিকাশ চন্দ্র সরকার রোববার বগুড়া শহরের বাসার দিকে রওনা দেন। পথিমধ্যে তিনি সর্বশেষে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেন।

তাকে বহনকারী অটোরিকশা রোববার রাত ৮টার দিকে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছে। এ সময় অজ্ঞাত একটি ট্রাক পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে এএসআই বিকাশ চন্দ্র সরকারসহ যাত্রীরা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি সেলিম রেজা জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। ট্রাক ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে বিকাশ চন্দ্র সরকারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার