মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব শাইখুল হাদীস আল্লামা মামুনুল হকসহ কারাবন্দী ইসলামী নেতৃবৃন্দ ও তৌহিদী জনতার মুক্তির দাবীতে দেশব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৯ আগস্ট) বাদ আছর মৌলভীবাজার সদরের একাধিক এলাকায় গণস্বাক্ষর কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সদরের ১০নং নাজিরাবাদ ইউনিয়নের শমসেরগঞ্জ বাজারে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার সদর উপজেলা শাখার আয়োজনে সদর থানা সভাপতি মাওলানা ইসমাইল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদীর পরিচালনায় গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণস্বাক্ষর কর্মসূচিতে এলাকার সর্বস্তরের জনগণ অংশ গ্রহন করেন।
উক্ত গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠানে মাওলানা সাব্বীর আহমদ উসমানী, মাওলানা ফয়জুদ্দীনসহ সদর উপজেলা শাখার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।