সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়েছিলেন তিন ভাই। তন্মধ্যে দুই ভাই বজ্রপাতে মারা গেছেন। জেলার ধর্মপাশা উপজেলার শালদিঘা হাওরে আজ মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খোকন মিয়া ও ঝিলন মিয়া (৩২)। তারা ওই উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজুড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার সকালে নৌকা ও বাঁশের ছাই নিয়ে হাওরে মাছ ধরতে যান তিন ভাই। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই খোকন মিয়া ও ঝিলন মিয়া মারা যান। এ ঘটনায় আহত হন তাদের অপর ভাই।
পরে স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার