সিলেটTuesday , 30 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

হবিগঞ্জে প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রাম থেকে সাগর মিয়া (১৬) নামের এক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে পশ্চিম মোড়াকড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সাগর মিয়া ওই গ্রামের সোয়া মিয়ার ছেলে।

লাখাই থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক ধাম জানান, সাগর মিয়া নামে ওই কিশোরকে গতকাল সোমবার সকাল থেকেই খুজে পাওয়া যাচ্ছিল না। তার স্বজনরা সম্ভাব্য সকল স্থান খোঁজাখুঁজি করেও তার কোন হদিস পায়নি। একপর্যায়ে রাতে পশ্চিম মোড়াকড়ি এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, মরদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।