সিলেটWednesday , 31 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

অবশেষে ছাড়পত্র পেলেন সুমন রেজা

Link Copied!

স্পোর্টস ডেস্ক:
চলমান জাতীয় ফুটবল দলের ক্যাম্প ছাপিয়ে গেছে সুমন রেজা ইস্যুতে। অবশেষে সুমন রেজা জাতীয় দলে প্রশিক্ষণ ক্যাম্পে যোগদানের জন্য ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশ বিমানবাহিনী থেকে। ৩০ আগস্ট বিমানবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সচিব উইং কমান্ডার মোঃ মইনুল আলম স্বাক্ষরিত চিঠিতে সুমনের ছাড়পত্র বাফুফে পেয়েছে।

বাফুফে সুমন রেজার ছাড়পত্রের জন্য ক্যাম্প শুরুর আগে ২১ আগস্ট চিঠি দিয়েছিল। ২৬ আগস্ট রিপোর্টিংয়ের দিন সুমন আসলেও ছুটি না পাওয়ায় তিনি আবার বিমানাবিহীতে ফিরে যান।

২৬ আগস্ট জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। ওই দিন ক্যাম্পে রিপোর্ট করে সুমন বিমানবাহিনীতে ফিরে যান। ছুটি না পাওয়ায় তিনি বিমানবাহিনী থেকে পদত্যাগপত্র দিয়ে পরশু দিন পুনরায় ক্যাম্পে যোগদান করেন।

সুমনের পদত্যাগপত্র বিমানবাহিনী গ্রহণ করেনি। পদত্যাগপত্র দেয়ার দুই দিনের মধ্যেই বিমানবাহিনী থেকে জাতীয় দলের জন্য ছাড়পত্র পেল সুমন। ২৮ আগস্ট বাফুফে পুনরায় সুমনের জন্য বিমান বাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডে। বাফুফের দুই চিঠির পর ৩০ আগস্ট সুমন ক্যাম্পের জন্য ছাড়পত্র পায়।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহ জাতীয় ফুটবল দল কম্বোডিয়া এবং নেপালে দু’টি প্রীতি ম্যাচ খেলবে। সেই সময় আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা হবে। এবারের স্বাগতিক বিমানবাহিনী। বাংলাদেশ বিমানবাহিনীর অন্যতম সেরা ফুটবলার সুমন রেজা। জাতীয় দল ও আন্তঃবাহিনীর সূচি মিলে যাওয়ায় সুমন রেজার সংকট তৈরি হয়।