সিলেটWednesday , 31 August 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিয়ানীবাজারের রহস্যময়ী তরুণী উদ্ধার; এলাকায় মিশ্র-প্রতিক্রিয়া

Link Copied!

স্টাফ রিপোর্টার :
সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দক্ষিণ দুবাগ গ্রামের কয়েছ আহমদ এর কলেজ পড়–য়া মেয়ে সাইমা আক্তার তাহছিনকে গত সোমবার সিলেটের ভার্তখোলা এলাকা থেকে পুলিশ উদ্ধার করে বিয়ানীবাজার থানায় নিয়ে আসে।

পরদিন মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সাইমা আক্তার তাহছিনকে হাজির করা হলে মাননীয় আদালতে ২২ ধারায় জবানবন্দী গ্রহন করেন। পরবর্তীতে অপহরিতা সাইমা আক্তার তাহছিনকে মাননীয় আদালত তার মায়ের জিম্মায় দেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৮ আগষ্ট সকাল অনুমান ৮.৩০ ঘটিকার সময় বাদীনীর বসতবাড়ীর সামনে থেকে দুবাগ স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্রী সাইমা আক্তার তাহছিনকে অপহরনকারীরা জোর পূর্বক মুখে চেপে ধরে অজ্ঞাতনামা সিএনজি গাড়ীতে উঠিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় সাইমা আক্তার তাহছিন শোর চিৎকার করিতে থাকেন।

পরবর্তীতে সাইমা আক্তার তাহছিনার মা হাসিনা আক্তার প্রথমে বিয়ানীবাজার থানায় সাধারন ডায়েরী করেন। পরে হাসিনা আক্তার বাদী হয়ে বিয়ানীবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০০৩ এর ৭ (৩০) ধারায় জোরপূর্বক অপহরন করত অপহরনে সহায়তা করার অপরাধে নয়ন আহমদ ও অজ্ঞাত নামা আরও একজনকে আসামী করে থানায় মামলা দাখিল করেন। উক্ত মামলা দাখিলের পর পুলিশ প্রশাসনে তোড়জোড় শুরু হয়। অবশেষে পুলিশ কলেজ পড়–য়া ছাত্রী সাইমা আক্তার তাহছিনকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা “দৈনিক সিলেট কন্ঠকে” জানান, এজাহার নামীয় আসামী নয়নকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে মামলার পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে মামলার বাদীনী হাসিনা আক্তার জানান মেয়ে উদ্ধার হয়েছে, আমি খুশী আর কিছুই চাই না।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার