মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে ৪তলা একটি ভবনের ছাদ থেকে পড়ে রঞ্জু দেব নামে এক ব্যবসায়ীর স্ত্রী পিংকি রানীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে শহরের শাহমোস্তফা কলেজের পাশে গাইনী ডাক্তার বিশ্বজিৎ ভৌমিকের বাসায় এ ঘটনা ঘটে।
পিংকি রানী মৌলভীবাজার শহরের বৈশাখী টেলিকমের স্বত্তাধিকারী রঞ্জু দেবের স্ত্রী। তাদের বাড়ি রাজনগর উপজেলার জালালপুর গ্রামে। তারা ডাক্তার বিশ্বজিৎ ভৌমিক এর বাসা ভাড়া থাকতেন ।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্তি পাল বিষয়টি নিশ্চিত করে জানান, এটা একটি দুর্ঘটনা। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।