সিলেটSaturday , 3 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিখ্যাত ট্রান্সজেন্ডার মডেলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এমবাপে

Link Copied!

স্পোর্টস ডেস্ক:
ফরাসি তারকা কিলিয়ান এমবাপে অনেক দিন ধরেই আছেন আলোচনার শীর্ষে। পারফর্ম্যান্স দিয়ে তো বটেই, বিভিন্ন সময় মন্তব্য করে, মাঠের বাইরের কর্মকাণ্ড দিয়েও বেশ কয়েক বারই আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

এবারও তিনি আলোচনায়, তবে এবার কারণটা সম্পূর্ণ ফুটবলের বাইরে। ইউরোপীয় সংবাদ মাধ্যমের খবর, মন দেওয়া-নেওয়া হয়ে গেছে তার। যাকে সঙ্গে নিয়ে এখন বসন্তের সুবাতাস বইছে তার জীবনে, তিনিও নেহায়েত অখ্যাত কেউ নন। বিশ্বের প্রথম ট্রান্সজেন্ডার মডেল হিসেবে প্লেবয় ম্যাগাজিনের কভারে আসা তারকা ইনেস রাউ এখন তার প্রেমিকা।

খবরটা জানিয়েছে ইতালিয়ান সংবাদ মাধ্যম কোরিয়েরে দেল্লো স্পোর্ত। সে প্রতিবেদনে বলা হচ্ছে, রাউয়ের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবে দেখা গেছে এমবাপেকে। এরপর একটি বিলাসবহুল প্রমোদতরীতে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে দেখা গেছে দুজনকে। সেখানে দেখা যায় এমবাপে কোলে তুলে নিয়েছেন ইনেস রাউকে।

কিলিয়ান এমবাপে ২০১৮ বিশ্বকাপের আগেই চলে এসেছিলেন ইউরোপীয় ফুটবলের আলোচনায়। ২০১৭ সালে মোনাকো থেকে ১৮০ মিলিয়ন ইউরো খরচায় তাকে যে দলে ভিড়িয়েছিল পিএসজি! এরপর বিশ্বকাপ ফাইনালে গোল করা, বিশ্বকাপ জেতার পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি ফরাসি এই তারকাকে।

তার প্রেমিকা ইনেস অবশ্য আলোচনায় এর আগে থেকেই আলোচনার কেন্দ্রে। ২০১৪ আর ২০১৭ সালে প্লেবয় ম্যাগাজিনের কভারে ছাপা হয় তার ছবি। এরই ফলে ইতিহাস গড়ে ফেলেন তিনি। ম্যাগাজিনটির ইতিহাসে তার আগে যে আর কোনো ট্রান্সজেন্ডার মডেলের ছবি ছাপা হয়নি কভারে!

সেই সময় অবশ্য তাকে গঞ্জনাও কম সইতে হয়নি। এরপরই প্লেবয় ম্যাগাজিনের মালিক হিউ হেফনারের ছেলে কুপার হেফনার তার পাশে এসে দাঁড়ান। বলেন, ‘আরও বেশি উন্মুক্ত পৃথিবীর জন্য আমাদের সম্মিলিতভাবে লড়াই করে যেতে হবে। এমন পৃথিবীকে সমর্থন দেওয়া যাবে না, যেখানে ভিন্নমত মেনে নেওয়া হয় না।’

নিজের পরিচয় নিয়েও কম সমস্যা পোহাতে হয়নি তাকে। তিনি তখন এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি ট্রান্সজেন্ডার, এ কথা না বলে অনেক দিন থাকতে হয়েছে আমাকে। অনেকের সঙ্গেই প্রেম করেছি, সংখ্যাটা কত আমার মনেও নেই। তবে আমি ভয় পেতাম, আমি বুঝি কখনো প্রেমিক খুঁজে পাব না, আমাকে বুঝি উদ্ভট কিছু হিসেবে দেখা হবে! তারপর আমার মনে হলো, আমাকে আমার মতোই থাকতে হবে। নিজের ব্যাপারে সত্যটা বলতে পারাটা একটা মুক্তি, সেটা লিঙ্গ, যৌনতা ইত্যাদি যা-ই হোক না কেন।’

সেই ইনেস রাউয়ের সঙ্গেই এখন প্রেমে মজেছেন এমবাপে, জানাচ্ছে ইউরোপীয় সংবাদ মাধ্যম।