কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় সম্পত্তির জন্য বাবাকে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (০২ সেপ্টেম্বর) জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযান চালিয়ে সেই ছেলেকে আটক করেছে পুলিশ।
আটক আব্দুল মান্নান (৩০) ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ এলাকার আব্দুল জলিলের ছেলে।
শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেল রাজু নাহা।
তিনি বলেন, ব্রাহ্মণপাড়ার নাগাইশ এলাকার আব্দুল জলিলের ছেলে আব্দুল মান্নান সম্পত্তির জন্য বাবাকে মারধর করেন। এর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। শনিবার সকালে অভিযান চালিয়ে মান্নানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার