হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর পানিতে ভেসে এলো দোজারাজ ঘোষ নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ। রবিবার দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ব্রীজের নিচে একটি পিলারে মরদেহটি আটকা পরে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপতাল মর্গে প্রেরণ করে।
দোজারাজ ভারতের ত্রিপুরা রাজ্যের রাসিক ঘোষের পুত্র। দোজারাজের মরদেহ থেকে পাওয়া একটি ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাদশা আলম জানান, ভারতের ত্রিপুরা থেকে খোয়াই নদীটি বাংলাদেশের অভ্যান্তরে বয়ে এসেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে নদীর পানিতে ভাসিয়ে দিয়েছে ভারতীয়রা। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তার দেহ থেকে পাওয়া ড্রাইভিং লাইসেন্সের সূত্রধরে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ যানা যাবে।