স্টাফ রিপোর্টার:
আজ বুধবার বাংলাদেশের দুটি ফুটবল ম্যাচ রয়েছে। শ্রীলঙ্কায় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ও কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল চারটায় আর কাঠমান্ডুর ম্যাচটি বিকেল পৌনে ছয়টায়।
শ্রীলঙ্কায় বাংলাদেশের কিশোররা স্বাগতিকদের ৫-১ গোলে হারিয়েছিল। সেই ম্যাচে বৃষ্টির জন্য কাঁদা মাঠে খেলতে হয়েছে। আজও বৃষ্টির শঙ্কা রয়েছে কলম্বোয়। বাংলাদেশ টিম সূত্রে জানা গেছে, কলম্বোতে এখন হাল্কা বৃষ্টি হচ্ছে। অন্যদিকে গতকাল কাঠমান্ডুতেও ম্যাচ চলাকালে বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন।
কাঠমান্ডুর উচ্চতা ও আবহাওয়া নিয়ে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘ঢাকায় গরম ছিল। এখানে এসে কিছুটা ঠান্ডা পেয়েছি । এই তিনদিনে এই জায়গার আবহাওয়ার সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছে মেয়েরা।’
আজ বাংলাদেশের দুটি ম্যাচেই প্রতিপক্ষ মালদ্বীপ। বাংলাদেশ নারী দলের কোচ ছোটন জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চান, ‘আমরা টুর্নামেন্টের জন্য প্রস্তুত। মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে ভালো ফুটবল উপহার দিয়ে জয় নিয়েই আমরা মাঠ ছাড়বো।’ অধিনায়ক সাবিনা কোচের সুরে বলেন, ‘প্রথম ম্যাচটা ভালোভাবে শুরু করে ভালো একটা ফলাফল নিয়ে মাঠ ছাড়তে চাই।’
সাফ অ-১৭ দলের কোচ পল স্মলি আগের ম্যাচের জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চান, ‘আমরা এই ম্যাচেও স্বাভাবিক জয় চাই এবং সেটা অর্জনের জন্য খেলোয়াড়েরা প্রস্তুত।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার