স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি গঠনের তোড়জোর শুরু হয়েছে। জেলার দায়িত্বশীলদের নির্দেশনা মেনে এরই মধ্যে পদ প্রত্যাশীরা নিজেদের সিভি জমা দিয়েছেন। গত ৫ সেপ্টেম্বর সিভি দেয়ার শেষ দিন ছিল।
জেলা যুবলীগের দায়িত্বশীলরা জানান, কেন্দ্র আওয়ামী যুবলীগের নির্দেশনা তারা জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভা কমিটির জন্য সিভি আহবান করেছেন। এ আট ইউনিটে ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হবে।
বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভা যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়ক পদের জন্য শতাধিক সিভি জেলা দপ্তরে জমা পড়েছে। বিভিন্ন গ্রুপ ও উপগ্রুপে বিভক্ত উপজেলা যুবলীগের আহবায়ক কে হচ্ছেন, যুগ্ম আহবায়ক করা হচ্ছেন সে নিয়ে চলছে রাজনৈতিক অঙ্গনে বিশ্লেষণ।
জেলা যুবলীগের এক দায়িত্বশীল জানান, ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি থাকলে এক আহবায়ক ও দুই যুগ্ম আহবায়কে করে অবশিষ্ট ৫৮জনকে সদস্য করা হবে। চলতি মাসের তৃতীয় কিংবা শেষ সপ্তাহে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বলেন, জেলা যুবলীগের পুর্ণাঙ্গ কমিটি ছিল না। আমরা কেন্দ্রে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি পাঠিয়েছি আশাকরি দ্রুত সময়ের মধ্যে আমরা পূর্ণাঙ্গ কমিটি পেয়ে যাব। একই সাথে উপজেলা ও পৌরসভার ৮ ইউনিট যুবলীগের কমিটি দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার