সিলেটWednesday , 7 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

রিয়াল-সিটির দাপুটে জয়ের রাতে হারের মুখ দেখল চেলসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের বছরে আঁটসাঁট ইউরোপীয় ফুটবল সূচি। গত মৌসুমের চেয়ে প্রায় সপ্তাহখানেক আগেই এবার মাঠে গড়াল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের উদ্বোধনী দিনে দাপুটে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, বড় জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু হয়েছে ম্যানচেস্টার সিটিরও। তবে ইউরোপীয় মৌসুমের প্রথম দিনেই হোঁচট খেয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি।

স্কটল্যান্ডের সেল্টিক পার্কে স্বাগতিকদের বিপক্ষে প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি কার্লো আনচেলোত্তির রিয়াল মাদ্রিদ। ভাগ্য সহায় না হলে ম্যাচের মাত্র ২১ মিনিটেই পিছিয়ে পড়তে পারত তারা। সেল্টিক মিডফিল্ডার ক্যালাম ম্যাকগ্রেগরের বাঁ পায়ের জোরালো শট পোস্টে লেগে ফিরলে হাঁফ ছেড়ে বাঁচে রিয়াল।

প্রথমার্ধে সবচেয়ে বড় ধাক্কা খায় রিয়াল, যখন তারকা স্ট্রাইকার করিম বেনজেমা চোট নিয়ে মাঠ ছাড়েন। হাঁটুর চোটে আধঘণ্টার বেশি খেলতে পারেননি তিনি। তার বদলি হিসেবে নামা ইডেন হ্যাজার্ড এই অর্ধে রিয়ালের সেরা সুযোগটি তৈরি করেন। ৪৩ মিনিটে তার রক্ষণচেরা পাস ধরে ভিনিসিয়াস এগোতে থাকেন সেল্টিকের গোলের দিকে। তবে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিকে দারুণ দক্ষতায় তরুণ ভিনিসিয়াসকে হতাশ করেন সেল্টিকের বর্ষীয়ান ইংলিশ গোলরক্ষক জো হার্ট।

তবে দ্বিতীয়ার্ধের ৫৬ থেকে ৬০, এই পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে স্বাগতিকদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেয় রিয়াল। ৫৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র এবং ৬০ মিনিটে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদরিচের গোলে ম্যাচে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে তারা। ৭৭ মিনিটে হ্যাজার্ড ছয় ইয়ার্ড বক্স থেকে ট্যাপ-ইন ফিনিশে বল জালে জড়ালে ৩-০ গোলের বড় জয় নিশ্চিত হয় রিয়ালের।

এদিকে এস্তাদিও রামন সানচেজ পিহুয়ানে ম্যানচেস্টার সিটির কাছে পাত্তাই পায়নি সেভিয়া। স্প্যানিশ ক্লাবটিকে ৪-০ গোলে ধসিয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ মৌসুম শুরু করেছে পেপ গার্দিওলার সিটি। ম্যাচের ২০ এবং ৬৭ মিনিটে নরওয়েজিয়ান ‘গোলমেশিন’ এরলিং হালান্ড দু’বার সেভিয়ার জালে বল জড়ান। এছাড়া ৫৮ মিনিটে ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন এবং ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ে পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দিয়াজ লক্ষ্যভেদ করলে চ্যাম্পিয়ন্স লিগে উড়ন্ত শুরু পায় সিটিজেনরা।

ম্যানসিটির জয়ের দিনে ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেবের বিপক্ষে হেরে গেছে চেলসি। জাগরেবের স্তাদিওন মাকসিমিরে ম্যাচের মাত্র ১৩ মিনিটেই স্বাগতিক ফরোয়ার্ড মিসলাভ ওরসিচের গোলে পিছিয়ে পড়ে থমাস তুখেলের দল। ম্যাচের বাকি সময় শত চেষ্টাতেও আর সেই গোল শোধ দিতে পারেনি তারা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতের ফলাফল

ডায়নামো জাগরেব ১ – ০ চেলসি
বরুশিয়া ডর্টমুন্ড ৩ – ০ কোপেনহেগেন
বেনফিকা ২ – ০ মাকাবি হাইফা
সেভিয়া ০ – ৪ ম্যানচেস্টার সিটি
সালজবার্গ ১ – ১ মিলান
সেল্টিক ০ – ৩ রিয়াল মাদ্রিদ
লাইপজিগ ১ – ৪ শাখতার দোনেৎস্ক
পিএসজি ২ – ১ জুভেন্টাস