স্টাফ রিপোর্টার :
সাভারে ৯ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউসুফ (৩২) নামে মসজিদের একজন ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর গোপেরবাড়ি এলাকার আব্দুর রহমান জামে মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়। ওইদিন ভোর ৬ টার দিকে মক্তবে পড়তে গেলে ওই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন ইমাম ইউসুফ।
গ্রেফতার হওয়া ঈমাম ইউসুফ পাবনা জেলার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। তিনি ওই এলাকায় ভাড়া থেকে গোপেরবাড়ি আব্দুর রহমান জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শিশুটির বাবার বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে মসজিদে মক্তবে পড়ার জন্য তার মেয়ে মসজিদে যায়। এসময় সুযোগ বুঝে ওই ইমাম তার কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করে। পরে বাসায় ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি খুলে বললে শিশুটির বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেন। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে মসজিদ থেকে ওই ইমামকে গ্রেফতার করা হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ইমাম ইউসুফকে গ্রেফতার করা হয়েছে।