স্টাফ রিপোর্টার:
সিলেটের সুরমা নদীতে গোসল করতে নেমে মাহি আহমেদ (১৬) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল তাকে উদ্ধার করতে কাজ করছে।
নিখোঁজ তরুণ পূর্ব সাদাটিকর এলাকার বাবু মিয়ার একমাত্র ছেলে ও স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সিলেট নগরীর কুশিঘাট বুরহানাবাদ খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান- নগরীর কুশিঘাট বুরহানাবাদ খেয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে নামে মাহি ও তার বন্ধু। মাহি নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হলে স্থানীয়রা জাতীয় পরিষেবা ‘৯৯৯’-এ কল করে ফায়ার সার্ভিসকে জানান। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামলেও রাত হওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে। আগামীকাল সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।