স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের আসিফ আলীকে আউট করে উগ্র উদযাপন করেন আফগান পেসার ফরিদ আহমেদ। তাতে মেজাজ হারিয়ে ফেলেন আসিফ। ব্যাট উঁচিয়ে মারতে যান ফরিদকে। শুধু মাঠেই নয়; পাক-আফগান লড়াই হয়েছে গ্যালারিতেও। নাসিম শাহ’র ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ হেরে পাকিস্তানি সমর্থকদের মেরেছে আফগানরা!
বুধবার আফগানিস্তানের দেয়া ১৩০ রানের লক্ষ্যে দশম ব্যাটার হিসেবে মাঠে নেমে বাজিমাত করেন নাসিম শাহ। ৪ বলে ২ ছক্কা হাঁকিয়ে নেন ১৪ রান। আফগানিস্তানের বিপক্ষে হারতে বসা ম্যাচে ১ উইকেটের জয়ে পাকিস্তান পায় ফাইনালের টিকিট। অবিশ্বাস্য হারের পর শারজা’র গ্যালারির চেয়ার তুলে পাকিস্তানি দর্শকদের দিকে ছুঁড়ে মারতে দেখা যায় আফগানদের। এমন ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় বইছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, ম্যাচ জেতার পর পাকিস্তানি সমর্থকরাই ঝামেলার শুরু করে। আফগান সমর্থকদের ওপর চড়াও হয় তারা।
এরপর ক্ষুব্ধ হয়ে পাকিস্তানি সমর্থকদের দিকে চেয়ার ছুঁড়তে শুরু করে আফগানরা।
আফগান সমর্থকদের চেয়ার ছোঁড়ার ভিডিও টুইটারে শেয়ার করে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার লিখেছেন, ‘আফগানিস্তানের দর্শকরা এমনটাই করে। তারা এর আগেও মাঠে এমন কাজ করেছে। এটা একটা খেলা মাত্র। এটাকে সঠিক স্পিরিটে নেয়া এবং খেলা উচিত।’
শোয়েব নিজের লেখায় আফগানিস্তান ক্রিকেটের সাবেক প্রধান নির্বাহী শফিক স্ট্যানিকজাইকে মেনশন করে দর্শকদের আচরণ শেখানোর পরামর্শ দিয়েছেন, ‘যদি আপনারা ক্রিকেটে আরো উন্নতি করতে চান তবে আপনাদের দর্শক এবং খেলোয়াড় দুই পক্ষেরই কিছু জিনিস শেখা প্রয়োজন।’ শোয়েবের কথায় ফরিদ আহমেদের উগ্র উদ্যাপনের দিকে ইঙ্গিত রয়েছে।
শোয়েবের সমালোচনার সমুচিত জবাব দিয়েছেন শফিক স্ট্যানিকজাই। টুইটারে আসিফ আলীর ব্যাট উঁচিয়ে মারতে যাওয়ার ছবি পোস্ট করে শোয়েবের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘ছবি এবং ভিডিও ভালোভাবে দেখুন, তারপর বিচার করুন। গোটা জাতিকে নিয়ে অপমানজনক শব্দ ব্যবহারের আগে আপনি ম্যাচ রেফারিকে ক্রিকেট আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে দিন। দ্বিতীয়বারের মতো এমনটি করছেন আপনি। আশা করি, ক্ষমা চাওয়ার সাহস করবেন।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার