গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল শিক্ষা ভবন’ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ৪ তলা ভিত্তির ২ তলা শিক্ষা ভবন নির্মান করছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) প্রকল্পের আওতায় নির্মিতব্য ভবনে থাকবে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন কম্পিউটার ল্যাবসহ ট্রেনিং সেন্টার। থাকবে মিনি কনফারেন্স হল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও উপজেলা সহকারী প্রগ্রামারের অফিস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাজিমমুল হক লস্কর, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ নাথ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, সদস্য কামাল মিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পারভেজ তালুকদার, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর প্রমুখ।