ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী দ্বায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
যোগদানের পর উপজেলা পরিষদ এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীকে বরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া উপজেলায় দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে তাকে ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।