সিলেটThursday , 8 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট জেলা পরিষদে আ.লীগের মনোনয়ন চাইলেন নাসির খান

Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন এডভোকেট নাসির উদ্দিন খান। জেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক প্রার্থী হতে আজ বৃহস্পতিবার সকালে দলীয় মনোনয়ন ফরম কেন্দ্রে জমা দিয়েছেন।

জানা গেছে, সিলেট জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে আগ্রহী নেতাদের কাছ থেকে মনোনয়ন ফরম আহ্বান করে আওয়ামী লীগ। সিলেটে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা মনোনয়ন ফরম কিনেছেন। তন্মধ্যে নাসির উদ্দিন খানও রয়েছেন।

আজ সকালে ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন নাসির।

এ সময় তার সঙ্গে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ শমসের জামাল, উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, সেলিম উদ্দিন প্রমুখ ছিলেন। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে নিজের আশাবাদ ব্যক্ত করেছেন নাসির উদ্দিন খান।