মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর থেকে চাঞ্চল্যকর গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামী ভন্ড কবিরাজ সুহেল মিয়া (৩৫) গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার র্যাব-৯, সিলেটএর অভিযানে মৌলভীবাজার জেলার রাজনগর থানা এলাকা থেকে চাঞ্চল্যকর গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামী ভন্ড কবিরাজ সুহেল মিয়া গ্রেফতার করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট জেলার গোলাপগঞ্জ মডেল থানার জোরপূর্বক গণধর্ষণ মামলার এজাহারনামীয় ১ নং আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী সিলেট জেলার গোলাপগঞ্জ থানার উত্তর ধারাবহর এলাকার বাসিন্দা সইব উদ্দিন এর ছেলে সুহেল মিয়া @ কবিরাজ (৩৫)। গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।