সিলেটSaturday , 10 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

শাহরুখকন্যাকে মালাইকার সঙ্গে তুলনা

Link Copied!

বিনোদন ডেস্ক :
ক্রপ টপ আর ব্যাগি ট্রাউজার পরে বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান। এতটুকুই! আর সেজন্য তাকে যা নয় তাই শুনতে হল। কেউ বললেন ‘জুনিয়র মালাইকা’। কেউ আবার বাবা শাহরুখের তুলনা টেনে লিখলেন, তারকাসন্তান মানেই তারকা নয়।

জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ ছবিতে অভিনয় করছেন সুহানা। ছবিতে রয়েছেন শ্রীদেবীকন্যা খুশি কাপুর, অমিতাভের নাতি অগস্ত্য নন্দাসহ এক ঝাঁক নতুন মুখ। সেই নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন শাহরুখকন্যা। তারা আঙুল তুলে বলেন, তারকাকন্যা বলেই সহজে ছবিতে সুযোগ পেয়েছেন। নয়তো কোনো যোগ্যতা নেই সুহানার।

বৃহস্পতিবার বিদেশ থেকে ফিরেছেন সুহানা। বিমানবন্দরে তার একটি ছবি ভাইরাল হয়েছে। ক্রপ টপ-ব্যাগি ট্রাউজার পরা সুহানার হাতে জ্যাকেট। কাঁধে পিচ রঙের ব্যাগ। সেই নিয়েই ফের সরব নেট মাধ্যম। কেউ মন্তব্য করে লিখলেন, এ তো জুনিয়র মালাইকা অরোরা! কেউ লিখলেন, এরা নিজেদের সুপারস্টার ভাবেন।

একজন লিখলেন, তারকার সন্তান আর তারকার মধ্যে অনেক ফারাক। এর পর আপনারা বলবেন, স্বজনপোষণ শেষ হয় না। হবেই বা কী করে? আপনারা তো আগেই এদের তারকা বানিয়ে দেন।

অন্য একজন লিখলেন, পুরোটাই বাপের ক্ষমতা। বাকি আর কিচ্ছু নেই। এত মাথায় তুলবেন না।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।