গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি ও মাতৃমঙ্গল হাসপাতালের উদ্দোগে গোলাপগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি আব্দুর রহমান জামিল। প্রধান শিক্ষক বুরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মানসুর আহমদ।
দক্ষিণ দত্তরাইল ইযুথ সোসাইটির সহযোগিতায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেডক্রিসেন্ট এর কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য সোয়েব আহমদ, মাতৃমঙ্গল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নুরুল আলম খান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক হোসেন আহমদ, সরকারি এমসি একাডেমির শিক্ষক জাকির আহমদ, মাওলানা বুরহান উদ্দিন। দক্ষিণ দত্তরাইল ইয়ূথ সোসাইটির প্রতিষ্ঠাতা রুহুল আমিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সোসাইটির সভাপতি মো. রিয়াজ উদ্দিন সহসভাপতি সাফওয়ান উদ্দিন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিপন। উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক ছিলেন মুন্না,আবু তাহের,গালিব,মঞ্জুর, মাহমুদুল হক আজাদ, ইকবাল, শজিব, নাসিম, রাজ, দুলু, সাহেদ, সাব উদ্দিন প্রমুখ।