ক্রীড়া প্রতিবেদক:
সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্বের অনেক নামীদামী ব্যক্তিই নিজের জীবন কাহিনী নিয়ে বই লিখেছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। এর আগে বিশ্বের অনেক ক্রিকেটারকেই দেখা গেছে নিজের আত্মজীবনী প্রকাশ করতে, অনেকেই আবার সিনেমাও তৈরী করতে দেখা গেছে। তবে সিনেমা নয় ‘সুলতান অব সুইং’ খ্যাত এই পেসার প্রকাশ করতে যাচ্ছেন বই।
ক্রিকেট থেকে অবসরের পর ওয়াসিম আকরাম কখনো সামলেছেন কোচিংয়ের দায়িত্ব আবার কখনো পালন করেছেন ধারাভাষ্যকারের দায়িত্ব। নিদিষ্ট কোন কিছুতেই থিতু হতে দেখা যায়নি এই পেসারকে। তবে সবসময় ক্রিকেটের মানুষ হিসেবেই দেখা গেছে ওয়াসিমকে। কেননা ক্রিকেটের যে কোন বিষয়ে তিনি তার মন্তব্য জানান ভক্তদের উদ্দেশে।
গতকাল নিজের ফেসবুক ফেরিভায়েড পেজের পোস্টে ওয়াসিম আকরাম জানান, নিজের আত্মজীবনীমূলক বই আনতে যাচ্ছেন তার ভক্তদের জন্য। যেখানে জানা যাবে সত্য এবং ওয়াসিমের বিভিন্ন গল্প।
সেই পোস্টে ওয়াসিম আকরাম লেখেন, ‘অবশেষে আপনারা সত্যটা এবং আমার গল্প জানবেন। বিস্তারিত দ্রুতই জানানো হবে, সাথেই থাকুন।’
আত্মজীবনীমূলক বই যখন ক্রিকেটাররা প্রকাশ করেন, তখন তার ক্যারিয়ারের নানা খুঁটিনাটি অজানা তথ্যও প্রকাশিত হয় ভক্তদের কাছে। কেননা নিজেকে নিয়ে লেখা বইতে অনেক অজানা হাসি-ঠাট্টা, আনন্দ-অশ্রু কিংবা সংগ্রামের গল্পই লিখতে দেখা যায় ক্রিকেটারদের।
বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়েও ২০১৭ সালে এক আত্মজীবনীমূলক বই (মাশরাফি) প্রকাশিত হয়। যেখানে তার ক্যারিয়ারের জানা-অজানা অনেক কথাই তুলে ধরা হয়েছিল।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার