সিলেটSunday , 11 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

নাচার সময় হার্ট অ্যাটাক, মঞ্চেই মৃত্যু নৃত্যশিল্পীর

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক :
সনাতন ধর্মীয় অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন যোগেশ গুপ্তা নামের একজন নৃত্যশিল্পী। কিছুক্ষণ নাচার পরই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সাংবাদিক নরেন্দ্র নাথ মিশ্র তার টুইটার থেকে ভিডিওটি শেয়ার করেন।

দুই মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গণেশ উৎসবে দেবী পার্বতীর পোশাকে এক মেয়েকে মঞ্চে নাচতে। কিছুক্ষণ নাচার পর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। এরপর বেশকয়েকবার ওঠারও চেষ্টা করেন। হাত-পা নাড়াচাড়া করতে দেখা যায় তাকে। শেষমেশ মারা যান ওই নৃত্যশিল্পী।

ঘটনাস্থলে উপস্থিত সবাই ভেবেছিলেন যে, অভিনয়ের অংশ হিসেবেই এতক্ষণ মাটিতে পড়ে আছেন যোগেশ। কিন্তু ভুল ভাঙে যখন শিবের পোশাক পরিহিত অন্য একজন শিল্পী মঞ্চে এসে তাকে পরীক্ষা করেন। তখনও যোগেশ স্বাভাবিকভাবেই নিশ্বাস নিচ্ছিলেন।

এর আগে ধর্মীয় অনুষ্ঠানে হনুমান সেজে নাচার সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন রবি শর্মা নামের এক যুবক। ব্যথায় মঞ্চেই লুটিয়ে পড়লেন। উপস্থিত দর্শকেরা প্রথমে অভিনয় মনে করলেও পরে অসুস্থতার বিষয়টি বুঝতে পারেন।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মৈনপুরীতে। হনুমানবেশে রাম ভজনের সুরে নাচার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্চেই লুটিয়ে পড়েন ওই যুবক

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার