স্টাফ রিপোর্টার:
পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেটের ওসমানীনগরে সোমবার সকালে উপজেলার বড় ধিরারাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আজিজুর রহমান। সে উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামের জগলু মিয়ার ছেলে।
জানা গেছে, সোমবার সকালে বাড়ীর পুকুরে পড়ে যায় শিশু আজিজুর রহমান। তাকে ঘরের কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি করে পুকুরে তার লাশ পাওয়া যায়।
পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন।