স্টাফ রিপোর্টার:
পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ মঙ্গলবার ভোর থেকে রাস্তায় নেমেছেন পরিবহন শ্রমিকরা। যান চলাচলে পথে পথে বাঁধা প্রদান করছেন তারা। এতে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
তবে পরীক্ষার্থী, পণ্য পরিবহন, রোগীবাহি গাড়ি ও এ্যাম্বুল্যান্সসহ জরুরী কাজে নিয়োজিত গাড়ির গতিরোধ করছেন না তারা।
অনির্দিষ্টকালের এ ধর্মঘটের প্রথমদিন বিয়ানীবাজারের প্রধান সড়ক থেকে শুরু করে উপজেলা ও গ্রামীন সড়কে পরিবহন শ্রমিকরা অবরোধ করে রয়েছেন। যে কোন গাড়িকে তারা চলাচলে বাঁধা প্রদান করছেন। এরপরও মোটর সাইকেলের পাশাপাশি বেশ কিছু ব্যাটারিচালিত রিক্সা চলাচল করতে দেখা গেছে।
অটোরিক্সা শ্রমিক সমিতি ২০৯৭ কলেজ রোড শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জিলু বলেন, শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচী আমরা পালন করছি। কোথায় কোন ধরণে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের দাবিগুলো এরই মধ্যে জানানো হয়েছে। দাবি আদায় হলে আমরা ধর্মঘট প্রত্যাহার করবো।