প্রেস বিজ্ঞপ্তি:
মোগলাবাজার পরিদর্শন করেছেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা। মঙ্গলবার দুপুরে শত বছরের কাঁঠাল বিক্রির স্থানে নির্মিত সেড মৎস্যজীবীরা ব্যবহার করার বিরুদ্ধে কাঁঠাল ব্যবসায়ীদের আপত্তির প্রেক্ষিতে বাজার পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোগলাবাজারের শত বছরের কাঁঠাল বিক্রির স্থানেই ব্যবসায়ীদের কাঁঠাল ক্রয়-বিক্রয় করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, মুরব্বী আব্দুল গফফার, মুজিবুর রহমান, জয়নাল আবেদীন, হেলাল আহমদ, আব্দুল কুদ্দুস, মনির মিয়া মেম্বার, আব্দুল করিম, মাসুক মিয়া বটল, নিজাম উদ্দীন, সেবুল আহমদ, চেরাগ আলী, লাল মিয়া, ইউপি সদস্য রুমেল আহমদ, ময়নুল হক, আইয়ুব হোসেন, রুহুল ইসলাম, মকবুল ইসলাম, করিম মিয়া, রহমত আলী রখই প্রমুখ।
এছাড়াও বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মোগলাবাজারের অতীত ঐতিহ্য রয়েছে।
সেই ঐতিহ্য ধরে রেখে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করার আহবান জানান।